ঘাটাইল প্রতিনিধি
ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউপিতে নৌকার মনোনয়ন পেয়েছেন শহিদুল ইসলাম খান হেস্টিংস। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং জামুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান। গত শনিবার রাতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।
জামুরিয়া ছাড়াও বাসাইল ও মির্জাপুর উপজেলার ১২টি ইউপিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ২৬ ডিসেম্বর এসব ইউতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।