হোম > ছাপা সংস্করণ

সাবেক প্রশাসকের দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রশাসক নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনের বিরুদ্ধে ওঠা ১৩টি দুনীতির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দুর্নীতি দমন কমিশনের পাঠানো অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার এ কমিটি গঠন করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। তদন্ত কমিটিতে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) মুস্তাকিম বিল্লাহ ফারুকীকে আহ্বায়ক করা হয়। কমিটির অপর দুই সদস্য একই বিভাগের যুগ্ম সচিব (পলিসি সাপোর্ট অধিশাখা) নুমেরী জামান ও সিটি করপোরেশন-২ শাখার মোহাম্মদ জহিরুল ইসলাম।

মন্ত্রণালয়ের ওই অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মো. খোরশেদ আলম সুজন তাঁর ১৮০ দিনের দায়িত্ব পালনকালে ১৩টি সুনির্দিষ্ট দুনীতির বিষয় (দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রেরিত) তদন্তের জন্য নির্দেশক্রমে এই তদন্ত কমিটি গঠন করা হলো। অভিযোগ তদন্ত করে কমিটি একটি প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

এ সম্পর্কে জানতে খোরশেদ আলম সুজনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

প্রসঙ্গত, ১৩টি অভিযোগের মধ্যে অন্যতম হলো সিটি করপোরেশনের তেলের খরচ কমানোর নাম দিয়ে করপোরেশনের নিজস্ব পাম্প থেকে তেল না নিয়ে তাঁর ব্যবসায়িক পার্টনার কাদেরের হাক্কানী পেট্রল পাম্প থেকে তেল নিতে গিয়ে কয়েক কোটি টাকার অনিয়ম করেছেন। দায়িত্ব নেওয়ার প্রথম দিনে তেল চুরির দায়ে একজনকে বরখাস্ত করে আবার ১২৬ দিনের মাথায় পুনরায় তাঁকে নিয়োগ দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ