জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তাহের ব্যবধানে চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিন নানা বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছেন। তবে আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। এদিকে চোখ ওঠা একটি সাধারণ ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বদরুল হাসান।
খোঁজ নিয়ে দেখা গেছে, স্থানীয় এক স্কুলের প্রতিটি শ্রেণিতে ৮ থেকে ১০ জন শিক্ষার্থী এ রোগে আক্রান্ত হয়েছে। উপজেলার আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কথা বলে চোখ ওঠা রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও অনেকটা কমে গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন গ্রামে চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদরুল হাসান জানান, চোখ ওঠা একটি সাধারণ ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। কিছু নিয়ম মেনে চললে সাধারণত এক সপ্তাহের মধ্যে এ রোগ সেরে যায়। চোখ উঠলে বারবার হাত দিয়ে চোখ না চুলকানো। রুমালের পরিবর্তে টিস্যু ব্যবহার করা। ময়লাযুক্ত পুকুর বা নদী-নালার পানিতে গোসল না করা।
ঘরের বাইরে গেলে চশমা ব্যবহার করা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।