নকশা জালিয়াতির মামলায় রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের ভবনমালিক সৈয়দ মো. হোসাইন ইমাম ফারুকসহ (এস এম এইচ আই ফারুক) ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আগামী ১ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছেন আদালত।
মামলার অন্য আসামিদের মধ্যে ভবনের তত্ত্বাবধায়ক মো. মোফাজ্জেল হোসেন ও আব্দুল্লাহ আল বাকীকে অব্যাহতি দেওয়া হয়। আসামিদের পক্ষে তাঁদের আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর অভিযোগ গঠনের পক্ষে বক্তব্য দেন। শুনানি শেষে আদালতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। গত বছরের ১৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক নকশা জালিয়াতি করে ভবন নির্মাণের অভিযোগপত্র দাখিল করেন।