হোম > ছাপা সংস্করণ

ষড়যন্ত্রের জাল বুনছে ঈর্ষান্বিত চক্র: নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশের বিস্ময়কর উন্নতি যখন সারা বিশ্বে প্রশংসিত, তখন একটি চক্র ঈর্ষান্বিত হয়ে নানা ষড়যন্ত্রের জাল বুনছে বলে অভিযোগ করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ‘আমেরিকা ভুল তথ্য ও ভুয়া অভিযোগের ভিত্তিতে র‍্যাবের বর্তমান ও সাবেক দুই প্রধানসহ ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিশ্ব জানে আমেরিকা কত অমানবিক।’ সারা পৃথিবীকে তারা (আমেরিকা) উত্তপ্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে মহানগর আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে এমন মন্তব্য করেন আ জ ম নাছির। গতকাল শনিবার পুরোনো রেল স্টেশন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

সমাবেশে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, নজিরবিহীন ত্যাগের বিনিময়ে মুক্তিযুদ্ধের অর্জিত বিজয় ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একটি ঐতিহাসিক ঘটনা। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে।’ তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ সেই লক্ষ্যে পৌঁছে গেছে। এই অর্জন ধরে রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শফর আলী, শেখ মো. ইসহাক, কোষাধ্যক্ষ আবদুচ ছালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ