হোম > ছাপা সংস্করণ

১১ সদস্যর নির্বাচনী কার্যক্রমে নিষেধাজ্ঞা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা আইনজীবী সমিতির (বার)­ সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোজাম্মেল হোসেনসহ নির্বাহী কমিটির সাবেক ১১ সদস্যকে ৬ বছরের জন্য নির্বাচনী কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাজেটের হিসাববহির্ভূত ৬৯ লাখ টাকার অবকাঠামোগত কাজ ও গঠনতন্ত্র বহির্ভূত বিভিন্ন অনিয়মের জন্য তাঁদের এই শাস্তির আওতায় আনা হয়। গতকাল সোমবার দুপুরে আইনজীবী সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে আইনজীবীদের একাংশ।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন (২) বলেন, গত বছরের ৩০ মে সমিতির সাধারণ সভায় ১৪১ জন আইনজীবী একটি অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রের বিষয় ছিল, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজামের নেতৃত্বাধীন কমিটি বাজেট বহির্ভূতভাবে ৬৯ লাখ টাকা ব্যয়ে পানির ফোয়ারা, লিফট নির্মাণসহ ৫টি অতিরিক্ত কাজ করেছেন।

তিনি আরও বলেন, এ অভিযোগটির সত্যতা যাচাইয়ে ৬ দিনের আলাপ আলোচনার শেষদিন গতকাল সোমবার পর্যন্ত চলে। এদিন দুপুরে সাধারণ সভার সিদ্ধান্ত হয়- বাজেট বহির্ভূত কাজ যেহেতু গঠনতন্ত্র বিরোধী তাই তাঁদের ২ অভিযোগে তিন বছর ও তিন বছর করে মোট ৬ বছর নির্বাচনী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ আগামী ৬ বছর তাঁরা বারের কোনো ভোট করতে পারবেন না।

তবে আইনজীবী সমিতির এ সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পরে আদালত চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে আইনজীবীদের একটি অংশ। আইনজীবী সমিতির মিলনায়তনের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তাঁরা। অ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহ আলম অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম প্রমুখ।

এ বিষয়ে অ্যাডভোকেট শাহ আলম বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ ষড়যন্ত্রমূলক। অনিয়মের বিষয়ে তারা প্রমাণ দিতে পারছেন না। আসল বিষয় হলো, উন্নয়নের ৫টি কাজ বাজেটের মধ্যেই ছিল।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ