নিজেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়ার অভিযোগে আশরাফুল আলম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আশরাফুল ইসলাম নিজেকে এলাকায় এসবি, ডিএসবি, ডিবি ও ডেপুটি ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে থাকত। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় জনতা তাঁকে আটক করেন।
খবর পেয়ে শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হাওলাদার ঘটনাস্থল থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেন। অভিযুক্ত আশরাফুল ইসলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে বাসিন্দা।
এ ঘটনায় শ্রীপুর থানায় হারুন-অর-রশিদ নামে এক যুবক বাদী হয় মামলা করেছেন। জানা যায়, অভিযুক্ত আশরাফুল এলাকায় দীর্ঘ দিন ধরে এসবি, ডিএসবি, ডিবি ও ডেপুটি ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও নির্যাতন করে আসছেন। তাঁর এক সহযোগীকে সঙ্গে নিয়ে নিজেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হারুন-অর-রশিদের কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা দাবি করেন তিনি। তা ছাড়া ১১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে বরমী ইউনিয়নের গোলাঘাট বাজার এলাকায় জনৈক শুভন ব্যাপারীর কাছে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেন তিনি।
উপপরিদর্শক নাইমুল হক বলেন, ‘প্রতারণার অভিযোগে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকেও অবিলম্বে গ্রেপ্তার করা হবে।’