কক্সবাজারে নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা প্রশাসন দিবসটি উদ্যাপন উপলক্ষে আলোচন সভা ও শোভাযাত্রা বের করে।
দুপুরে জেলা প্রশাসকের শহীদ এ টি এম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তী রায়, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন, কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হামিদা তাহের প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘জনগুরুত্বপূর্ণ সরকারি অফিস– আদালতে যারা সেবা প্রার্থীদের সঙ্গে প্রতারণায় লিপ্ত রয়েছে, তাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’
এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে উখিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সম্মাননা দেওয়া হয়েছে। এ ছাড়া মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উদ্যোগে গতকাল সন্ধ্যায় সভা অনুষ্ঠিত হয়েছে।