রাঙামাটির কাপ্তাইয়ের ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাব দেওয়া হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় এবং কাপ্তাই উপজেলা পরিষদের বাস্তবায়নে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাব দেওয়া হয়। গতকাল সোমবার সকালে চন্দ্রঘোনা কে আর সি উচ্চবিদ্যালয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মধ্যে এই আসবাব হস্তান্তর করা হয়। এ সময় ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১৫৬ জোড়া হাই ও লো বেঞ্চ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা।