হোম > ছাপা সংস্করণ

অটোরিকশা চুরির অভিযোগে দুজন গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে অটোরিকশা চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নগরীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার এলাকার নাসির উদ্দিন (৬৫) ও জেলার পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামের জুলমত আলী (৫০)। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, গত রোববার দুপুর আড়াইটার দিকে নিশার আলী নামের এক যুবক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা রেখে হাসপাতালের ভেতরে যান। ১০ মিনিট পর তিনি এসে দেখেন, তাঁর অটোরিকশাটি নেই। এ নিয়ে তিনি থানায় একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত দেড়টায় রাজপাড়া থানা-পুলিশের একটি দল রামেক হাসপাতালের সামনে থেকে প্রথমে নাসিরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং চুরি করা অটোরিকশা জুলমত আলীর কাছে আছে বলে জানান। এরপর রাতেই পুঠিয়ার রধুরামপুর গ্রামে অভিযান চালিয়ে জুলমতকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অটোরিকশা।

ওসি জানান, এ দুই আসামি বিভিন্ন সময় অসুস্থতার ভান করে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশা ভাড়া করেন। পরবর্তীতে বিভিন্ন অজুহাতে চালককে ব্যস্ত রেখে কৌশলে অটোরিকশা চুরি করে নিয়ে যান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ