নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার চর আমানউল্যা জব্বারিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন হয়। সম্মেলনে এ বি এম জাকারিয়াকে পুনরায় সভাপতি ও সারোয়ার উদ্দিন দিদারকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. শাহজাহান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো।
সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে এ বি এম জাকারিয়াকে পুনরায় সভাপতি ও সারোয়ার উদ্দিন দিদারকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ ছাড়া নিজাম উদ্দীন ফারুক সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।