হোম > ছাপা সংস্করণ

অধ্যক্ষের পরামর্শ: পরিমিতিবোধ রক্ষা করবে

মো. মাহবুবুর রহমান মোল্লা

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। খুব শিগগিরই এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, সেই প্রত্যাশা করি। আলোর মতো উজ্জ্বল হোক তোমাদের ভবিষ্যৎ।

এইচএসসি পরীক্ষা লক্ষ্যে পৌঁছার একটি গুরুত্বপূর্ণ সোপান। পরীক্ষায় সন্তোষজনক ফল অর্জিত হলেই উচ্চশিক্ষায় প্রবেশ করা সম্ভব হয়, তা না হলে জীবন হয়ে পড়ে গড়পড়তা। তাই যেকোনো মূল্যে পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করতে হবে, চোখধাঁধানো ফল অর্জন করতে হবে।

পরীক্ষা ভালো হওয়ার জন্য নিয়মিত পাঠের পাশাপাশি সচেতন হওয়া যেমন দরকার, তেমনি দরকার কিছু কৌশল প্রয়োগেরও। একই ক্লাস ও শিক্ষকদের কাছে একই বই পড়েও পরীক্ষায় সবার অর্জন এক রকম হয় না। কৌশলে যে এগিয়ে অর্জনেও সে এগিয়ে। তাই সব বিষয়ে পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্ন বেছে ফেলো। কোন প্রশ্নগুলোর উত্তর প্রস্তুতিতে পিছিয়ে আছ, সেগুলোও বেছে ফেলো এবং যথাসম্ভব সেগুলোর ওপর প্রস্তুতি নাও। পরীক্ষার হলে সহজ প্রশ্নগুলোর উত্তর আগে শেষ করো, অপেক্ষাকৃত জটিল প্রশ্নের উত্তর পরে দিতে চেষ্টা করবে। প্রশ্নের উত্তরে মান অনুসারে পরিমিতিবোধ রক্ষা করবে, কারণ পরীক্ষার জন্য তোমার সময় সুনির্দিষ্ট। অকারণে দীর্ঘ উত্তর আপত্তিকর। বুদ্ধিমত্তা সাফল্য নিশ্চিত করে।

কিছুতেই অস্থিরতা নয়, তাড়াহুড়ো নয়, পুরো পরীক্ষাপর্ব পরিকল্পনা অনুসারে শেষ হবে। পরীক্ষা চলাকালে বিষয় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখা ও তাঁদের পরামর্শ নেওয়া পরীক্ষা ভালো হতে সহযোগিতা করে। হতাশা নেতিবাচক, বিশ্বাস করবে তোমার পরীক্ষা ভালো হবে এবং ফলও মনের মতো হবে। 

সম্মানিত অভিভাবকবৃন্দ,পরীক্ষা চলাকালে ছেলেমেয়েদের মানসিক সহায়তা দেবেন। ওদের আশান্বিত করবেন, আপনাদের কাছে যত উৎসাহ-উদ্দীপনা আছে, সবই তাদের দেবেন। প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডসহ যাবতীয় সামগ্রী আগেভাগে গুছিয়ে দিবেন। হাতে পর্যাপ্ত সময় থাকতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাবেন। কিছুতেই পরীক্ষার দিনগুলোতে শাসন নয়, মন খারাপ করার মতো কোনো কথা নয়। আপনার মানসিক সহায়তা আপনার সন্তানের সাফল্যে অবশ্যই ভূমিকা রাখবে।

মো. মাহবুবুর রহমান মোল্লা, অধ্যক্ষ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ