প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতারা। একই সঙ্গে বিএনপির এই যুগ্ম মহাসচিবকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণাও করেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার নগরের কোতোয়ালি মোড়ে আয়োজিত সমাবেশে এমন ঘোষণা দেন ছাত্রলীগের নেতারা।
বক্তারা এ সময় ঘোষণা দেন, আলালকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে।
নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নগর ছাত্রলীগের সহসভাপতি ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য আশরাফ উদ্দিন, এম এ হালিম শিকদার, শেখ সরফুদ্দিন, ইমরান কামাল, সদস্য ইমাম উদ্দিন, মমশাদ হোসেন, শুভ ঘোষ, সালাউদ্দিন বাবু, মো. সালাউদ্দিন, মোশরাফুল হক, আরাফাত রুবেল প্রমুখ।