চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ের পাদদেশে টায়ার পুড়িয়ে কালো তেল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ কালো তেল তৈরির কারখানাটিকে সিলগালা করা হয়েছে। পাশাপাশি কারখানার জন্য জায়গা ভাড়া দেওয়ার দায়ে জমির দখলীয় মালিক খাইরুল বশর চৌধুরীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আলী চৌধুরীপাড়া এলাকার জনবসতি সংলগ্ন পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এস এস ইন্ডাস্ট্রিজ নামক এ অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই কর্মকর্তা ইকবাল আহমদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী ও উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবরে স্থানীয় লোকজনের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়।
ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আলী চৌধুরী পাড়ার এস এস ইন্ডাস্ট্রিজ নামক অবৈধ টায়ার পোড়ানো কারখানায় অভিযান চালানো হয়। আমাদের উপস্থিতিতে টের পেয়ে কারখানায় কর্মরত লোকজন পালিয়ে যান। কারখানা মালিককে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমার দপ্তরে যাওয়ার নির্দেশ দিয়েছি।’
ইউএনও আরও বলেন, ‘পোড়া তেল তৈরির কারখানায় অভিযান পরে শীতলপুর লালবাগ এলাকায় জামাল উদ্দিনের মালিকানাধীন স্টার লুপ লিমিটেড নামক একটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে মালিকপক্ষের কাউকে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি। কবে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।’