তারল্য ব্যবস্থাপনায় আন্তঃব্যাংক মানি মার্কেটের লেনদেনে ‘ইডিএস মানি’ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তা বাস্তবায়ন করবে। বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃব্যাংক কার্যক্রম গতিশীল, সুসংহত ও যুগোপযোগী করার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি রিয়েল টাইম ওয়েব বেসড প্ল্যাটফর্ম ‘ইলেক্ট্রনিক ডায়ালিং সিস্টেম ফর ইন্টার ব্যাংক মানি মার্কেট (ইডিএ) মানি তৈরি করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ গত ৩ মার্চ থেকে এ প্ল্যাটফর্ম পরীক্ষামূলকভাবে ব্যবহার করে আসছে।
এখন থেকে আন্তঃব্যাংক মানি মার্কেটের আন সিকিউরড সেগমেন্টের সব ধরনের লেনদেন ইডিএস মানি প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আগামী ১ ডিসেম্বর থেকে ইডিএস মানি প্ল্যাটফর্মে পূর্ণাঙ্গরূপে লাইভ অপারেশনে অংশগ্রহণের বিষয়টি আবশ্যিকভাবে পরিপালন করতে হবে বলেও নির্দেশনায় দেওয়া হয়েছে।