খাগড়াছড়ির রামগড়ে সুবিধাবঞ্চিত তিন নারীকে দেওয়া হয়েছে সেলাই মেশিন। গতকাল শুক্রবার পৌর এলাকার গর্জনতলীর বাসিন্দা ওই তিন নারীর হাতে মেশিন তুলে দেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিষ্ণু দত্ত।
দুপুরে নিজ বাড়িতে মেশিন বিতরণের পর তিনি বলেন, সমাজের উন্নয়নে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে আসতে এই প্রচেষ্টা।
সেলাই মেশিন পেয়ে খুশি হাজেরা বেগম নামের এক নারী। তিনি গর্জনতলী এলাকার দিন মজুর মোহাম্মদ মইনুদ্দীনের স্ত্রী। হাজেরা বলেন, অনেক আগে সেলাইয়ের কাজ শিখেছিলেন। কিন্তু পুঁজির অভাবে মেশিন কিনতে পারেননি। স্বামীর অল্প আয়ে সংসার চালতেই হিমশিম খেতে হয়। এই সেলাই মেশিন দিয়ে বাড়তি আয় হবে বলে আশা করছেন তিনি।