রাঙামাটির লংগদুতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়েছে একটি চান্দের গাড়ি। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি মাস্টারবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তিনজন গুরুতর আহত হয়েছেন এ ঘটনায়।
তাঁরা হলেন গাড়িচালক মো. ইয়াছিন (৩০) ও যাত্রী মো. কামাল হোসেন (২৫) এবং রবিউল হোসেন (৫০)। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা জানিয়েছেন, আহতদের মধ্যে চালক মো. ইয়াছিনের অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাঁকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাইট্টাপাড়া থেকে মালামাল নিয়ে ১৫ ব্যবসায়ী ওই চান্দের গাড়িতে করে ইয়ারিংছড়ির সাপ্তাহিক বাজারে যাচ্ছিলেন। পথে আটারকছড়া মাস্টারবাড়ি এলাকায় পৌঁছালে চালক গাড়িটির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মূল সড়ক থেকে ছিটকে গাড়িটি ৫-৬ মিটার নিচে পড়ে যায়। এ সময় তিনজন আহত হলেও অন্য যাত্রীদের তেমন ক্ষতি হয়নি।