চুয়াডাঙ্গায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর নিজস্ব অফিসে এসব কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহমেদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. মনিরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ। শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আব্দুস সালাম তারা, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত, অরিন্দম সদস্য শান্ত আহমেদ, প্রিন্স প্লাজা মার্কেটের সভাপতি আমির বাদশা, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।