নতুন মেয়াদে সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে নাগরপুরে উন্নয়ন ও অগ্রযাত্রা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজিত হয়।
এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আনিসুর রহমান আনিস, মো. মতিউর রহমান মতি, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, মো. আব্দুস সবুব মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর ও সদস্য আলাউদ্দিন খালিদ।
আলোচনায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের মাধ্যমে দ্রুত সামাজিক অগ্রগতি ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।