মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। জরুরি বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সোমবার হল খুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এখন শুধু করোনা টিকার প্রথম ডোজ নেওয়া শিক্ষার্থীরাই হলে উঠতে পারছেন।
বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) মো. সামছুল আলম জানান, সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেতা আব্দুল মান্নান, শহীদ জননী জাহানারা ইমাম, আলেমা খাতুন ভাসানী ও শহীদ জিয়াউর রহমান হলে শিক্ষার্থীরা আসতে শুরু করে। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
এর আগে ১৮ অক্টোবর অনুষ্ঠিত ২২৩ তম রিজেন্ট বোর্ড সভায় হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ওই সভায় ২ নভেম্বর হতে শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত হয়।