নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মঞ্জুরুল হাফিজ। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের অফিসকক্ষে বিদায়ী জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
এর আগে ৫ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ ১৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়। তবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে পুরো সিটি নির্বাচন পর্যন্ত থাকার নির্দেশ দেওয়া হয়।