মৌলভীবাজারে তিন দিন নিখোঁজ থাকার পর হোসেন মিয়া (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বাউরঘড়িয়া সুলতান দিঘি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
হোসেন মিয়া পেশায় একজন সিএনজি চালক ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল এলাকার গাঘরাজুর গ্রামের লায়েছ মিয়ার ছেলে। বর্তমানে মৌলভীবাজার পৌর শহর বড়হাট এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় এলাকাবাসী দিঘিতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার হোসেন মিয়া বাসা হতে সন্ধ্যার দিকে অটোরিকশার মালিক সুমন আহমদের গ্যারেজে গাড়ি রাখার উদ্দেশ্যে রওনা দেন। রাত ৯টার দিকে সুমন হোসেন মিয়াকে কল দিলে তিনি জানান, কুসুমবাগ পয়েন্টে আছেন। তারপর থেকে আর যোগাযোগ হয়নি। মুঠোফোন বন্ধ ছিল।
মৌলভীবাজার মডেল থানার (ওসি) মো. ইয়াছিনুল হক আজকের পত্রিকাকে জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।