সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুর্বৃত্তদের হাতে আখলাক মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। গত রোববার রাত দেড়টার দিকে উপজেলার বুড়াইরগাঁও গ্রামের খেত থেকে রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ব্যবসায়ী আখলাক মিয়া মোল্লাআতা গ্রামের জাহির আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জের হোছন সুপার মার্কেটে ব্যবসা করতেন আখলাক মিয়া। তাঁকে সহযোগিতা করতেন ভাগনে আলী আহমদ। গত রোববার রাতে সোয়া ১০টার দিকে আখলাক দোকান বন্ধ করে একাই বাড়ি ফিরছিলেন। বুড়াইরগাঁও গ্রামে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলর গতিরোধ করে। মোটরসাইকেল থামালে তাঁকে হত্যা করে টাকাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।