গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আলমগীর মণ্ডলকে আহ্বায়ক ও মজিবর রহমানকে সদস্যসচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
গতকাল বিষয়টি নিশ্চিত করে উপজেলা আহ্বায়ক আলমগীর মণ্ডল বলেন, জেলা আহ্বায়ক আব্দুর রশিদ সরকার ও সদস্যসচিব সরোয়ার হোসেন শাহীন স্বাক্ষরিত পত্রে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে। অন্যরা হলেন মোস্তাফিজার রহমান মোস্তা, আমিনুর ইসলাম রানা সরকার, রবিউল ইসলাম পাতা, জিল্লুর রহমান সরকার, আশফাক আলী মণ্ডল, মোস্তাফিজার রহমান স্বপন ও ফিরোজ সরকার।