বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
বোরহানউদ্দিনে বিদ্যুতায়িত হয়ে জাহাঙ্গীর (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার উপজেলার কাচিয়া ইউনিয়নের কালিরহাট গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালির হাট গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, বাড়ির পেছনে সুপারির বাগানে বৈদ্যুতিক তার স্পর্শে জাহাঙ্গীর মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ পরিদর্শক মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’