মাদক মামলায় গ্রেপ্তার ছেলে আরিয়ান খানকে ১৮ দিন পর গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো দেখতে গিয়েছিলেন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান। মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছেলেকে দেখতে যাওয়ার কয়েক ঘণ্টা পর একই শহরে অবস্থিত শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এ হাজির হয় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) এক প্রতিনিধিদল।
শাহরুখের বাসায় তল্লাশি হচ্ছে, এমন খবর ছড়িয়ে পড়ে সবখানে। তবে এনসিবি জানিয়েছে তল্লাশি চালাতে নয়, বরং তদন্তসংক্রান্ত কিছু কাজে প্রতিনিধিদলটি কিং খানের বাসায় গিয়েছে।
এদিকে গতকাল বলিউডের আরেক অভিনেত্রী অনন্যা পান্ডের বাসায় অভিযান চালিয়েছে এনসিবি।