বরিশালের হিজলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলা সদর বাসস্ট্যান্ড জামে মসজিদে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের আয়োজনের মিলাদ–দোয়া করা হয়।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক প্রার্থী ও গুয়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আহম্মেদ হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিল্লাল জমাদ্দার, বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি মনির হোসেন নপ্তী, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, হিজলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান সম্রাট প্রমুখ।
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং তার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করেন অত্র মসজিদের ইমাম।