হোম > ছাপা সংস্করণ

প্রস্তুতির ঘাটতি নিয়ে যাচ্ছেন মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রস্তুতিটা ঠিক সন্তোষজনক নয়। মালয়েশিয়ায় কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের বাধা উতরাতে পারেনি বাংলাদেশ নারী দল। সেই হতাশা ভুলে দেশে ফিরে সামান্য প্রস্তুতি। তবু আশার কথা শুনিয়েছেন দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাস্তবতা অবশ্য কঠিন। স্বপ্নের প্রথম ওয়ানডে বিশ্বকাপ তাঁদের খেলতে হচ্ছে নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে। প্রস্তুতির ঘাটতিটা তাই দুর্ভাবনার বড় কারণ।

আগামী ৪ মার্চ নিউজিল্যান্ডে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। তবে বড় মঞ্চে বাংলাদেশের মেয়েদের অভিষেক হবে দুদিন পর; স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে স্বপ্নযাত্রা শুরু করবেন নিগাররা। মূল লড়াইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তাঁরা। বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডে আজ রওনা দিচ্ছে বাংলাদেশ নারী দল।

নিউজিল্যান্ডে পৌঁছানোর পর ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে দলকে। নিউজিল্যান্ড সফর ও বিশ্বকাপের আগে দলের পরিকল্পনা নিয়ে গতকাল আজকের পত্রিকাকে নারী দলের ব্যবস্থাপক তৌহিদ মাহমুদ বলেছেন, ‘কাল (আজ) দল যাবে। আমাদের ফ্লাইট সিঙ্গাপুর এয়ারলাইনসে বেলা ১টা ২০ মিনিটে। আগামীকাল স্থানীয় সময় বিকেল ৫টায় পৌঁছানোর কথা। সেখানে ১০ দিন কোয়ারেন্টিন আছে। সাত দিন করার কথা থাকলেও সেটা বেড়েছে। কোয়ারেন্টিন শেষে দল অনুশীলন করতে পারবে।’

রওনা দেওয়ার আগে বাংলাদেশের বড় স্বস্তি জাহানারা আলমের করোনা সংক্রমণ থেকে সেরে ওঠা। গতকাল দলের সব ক্রিকেটারের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবু বাড়তি সতর্কতা হিসেবে রিজার্ভ খেলোয়াড় আরও একজন বাড়িয়ে দুজনে উন্নীত করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ