কানে হুররম
কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় ক্যামেরায় ধরা দিলেন তুর্কি বংশোদ্ভূত জার্মান অভিনেত্রী মেরিয়াম উজেরলি। যাঁকে বাংলাদেশের সবাই চেনেন ‘হুররম সুলতান’ নামে। ঐতিহাসিক ঘটনা নিয়ে নির্মিত ‘সুলতান সুলেমান’ সুবাদে এই সিরিজের হুররমও হয়ে ওঠেন এ দেশে পরিচিত মুখ।
কান উৎসবের লালগালিচায় আলো ছড়িয়েছেন উজেরলি। রাশিয়ার ইয়াংয়িনা ব্র্যান্ডের বৈচিত্র্যময় পোশাকে হাজির হয়েছিলেন তিনি। নীল সাদা-রঙের পোশাকে দুই কাঁধের ওপর প্রজাপতির পাখনার মতো নকশার পোশাকের সঙ্গে মানানসই কানের দুলে মোহনীয় আবেশ ছড়িয়েছেন তিনি। এবারের আয়োজনে তুরস্কের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন ৩৮ বছর বয়সী উজেরলি। এর আগেও কয়েকবার কানের লালগালিচায় দেখা গেছে তাঁকে।
২০১১ সালে প্রচারে আসা তুরস্কের ‘ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি’ টিভি সিরিজে হুররম সুলতানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন উজেরলি।
মেরিয়েম উজেরলির জন্ম ও বেড়ে ওঠা জার্মানির কাসেলে। পরে তিনি তুরস্কে পাড়ি জমান। ক্যারিয়ারের শুরুতেই ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরিতে অভিনয় করে খ্যাতি কুড়ান। এরপর আরও বেশ কয়েকটি সিনেমা ও টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি।
‘হান্ট’ সিনেমা নিয়ে দুই তারকা
কানে প্রিমিয়ার হয়েছে কোরিয়ান আলোচিত সিনেমা ‘হান্ট’। গতকাল প্রিমিয়ার হওয়া এই সিনেমায় অভিনয় করেছেন কোরিয়ার জনপ্রিয় দুই অভিনেতা লি জং-জে ও জুং উ-সুং। কোরিয়ার ন্যাশনাল সিকিউরিটি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দুই কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। প্রেসিডেন্টের ওপর আক্রমণ ঠেকাতে দুই কর্মকর্তার তৎপরতা নিয়ে সিনেমাটি। ২৩ বছর আগে ‘সিটি অব রাইজিং সান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন এই দুই অভিনেতা।