নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর বায়েজিদ এলাকা থেকে জাহাঙ্গীর আলম (৪০) নামের প্রতারণা ও চেক জালিয়াতির ১১ মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে বায়েজিদের অক্সিজেন এলাকার রকভিউয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামরুজ্জামান বলেন, গ্রেপ্তারের পর গতকাল শনিবার জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।