হোম > ছাপা সংস্করণ

মোংলা বন্দরে ৭২৯ কার্টন বিদেশি মদ জব্দ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

শুল্ক ফাঁকি দিয়ে মোংলা বন্দরে আমদানি হওয়া বিদেশি মদের একটি চালান জব্দ করা হয়েছে। মোংলা কাস্টম হাউসের শুল্ক গোয়েন্দা বিভাগ গত মঙ্গলবার দুপুরে এই চালান জব্দ করে। তবে এর সঙ্গে জড়িত কোনো চক্রকে আটক করা যায়নি। মোংলা কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ হোসেন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে পণ্যভর্তি কন্টেইনার কায়িক পরীক্ষার সময় বিপুল পরিমাণ মদ পাওয়া যায়। কিন্তু মদের পরিবর্তে ওই কন্টেইনারে আসার কথা ছিল চুনা পাথর (কুইক লাইম)। খুলনার আমদানিকারক প্রতিষ্ঠান ফাহাদ ট্রেডিং এই মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকি দিয়ে মোংলা বন্দরে এই চালান আনে বলেও জানান কমিশনার।

মোংলা কাস্টমস কমিশনার বলেন, গত ১৫ মার্চ সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এম ভি কোটারিয়া মোংলা বন্দরে কন্টেইনার নিয়ে আসে। ওই আমদানিকারক প্রতিষ্ঠান বন্দর জেটিতে আনা কন্টেইনার ভর্তি মাল ছাড় না করিয়ে বন্দরের ট্রাফিক বিভাগ থেকে ওই কন্টেইনারের মালামাল নিলামে তোলার জন্য কাস্টমসকে পত্র প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে কাস্টম কর্তৃপক্ষ ওই কন্টেইনারের পণ্য ইনভেনটরি করার উদ্দেশ্যে মঙ্গলবার কন্টেইনারটি খোলে। তবে কন্টেইনারের মধ্যে চুনা পাথরের (কুইক লাইম) পরিবর্তে ৭২৯ কার্টন মদ পাওয়া যায়।

এই কাস্টম কর্মকর্তা আরও জানান, প্রতিটি কার্টনে ১২টি করে মদের বোতল আছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ