হোম > ছাপা সংস্করণ

গানের ভিডিওতে প্রথমবার একসঙ্গে দুই ভাই

পার্থ মজুমদার ও বাপ্পা মজুমদার দুই ভাই। উপমহাদেশের প্রখ্যাত সংগীতসাধক পণ্ডিত বারীন মজুমদারের দুই ছেলে। দুজনই গানের মানুষ। একজন স্বনামখ্যাত শিল্পী, অন্যজন নানা শিল্পীর গানে সংগীতায়োজন করছেন, আবার কখনো দুজনই একই কাজ করছেন।

তবে বাপ্পার গুরু তাঁর দাদা। এর আগে পার্থ মজুমদারের সুর ও সংগীতে গান গেয়েছেন তাঁর ছোট ভাই বাপ্পা মজুমদার। তবে তাঁদেরকে কখনো একসঙ্গে কোনো গানের ভিডিওতে দেখা যায়নি। এবার প্রথমবার একসঙ্গে একটি গানের ভিডিওতে হাজির হলেন দুই ভাই।

আতিউর রহমানের কথায়, পার্থর সুরে ‘হয়ে যাও তুমি’ গেয়েছেন বাপ্পা মজুমদার। এই গানেই দেখা যাবে দুই ভাইকে। গানের ভিডিওটি তৈরি করেছেন ইয়ামিন ইলান। খুব শিগগির ঢুলি মিউজিক থেকে গানটি প্রকাশ করা হবে, জানালেন পার্থ মজুমদার।

তিনি বলেন, ‘দুই ভাই আগেও গান করেছি। তবে এ গানটি অন্য রকম। আমি ক্যামেরার সামনে সব সময় অপ্রস্তুত থাকি। ক্যামেরা থেকে দূরে থাকতেই পছন্দ করি। তবে বাপ্পার অনুরোধে সামনে এলাম। গানটি স্যাড রোমান্টিক। আশা করছি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

বাপ্পা বলেন, ‘আমার জীবনের তিনজন অসাধারণ মানুষের একজন হলেন দাদা। আমার গিটারগুরু কিন্তু তিনি। দাদা নিভৃতচারী। আমি দাদার সবচেয়ে কাছের একজন। দাদার ছেলে সুদীপ। ও দাদার ছোট ছেলে আর বলতে পারি আমি বড় ছেলে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ