হোম > ছাপা সংস্করণ

টানা ছুটিতে পর্যটকের ভিড়

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

টানা তিন দিনের ছুটিতে ‘রাঙামাটির ছাদ’ খ্যাত সাজেক পর্যটন কেন্দ্রের শতাধিক রিসোর্ট ও কটেজ বুকিং হয়ে গেছে। অগ্রিম বুকিং ছাড়াই সাজেকে আসা শত শত পর্যটক থাকার কক্ষ না পেয়ে বিপাকে পড়েছেন। অনেকে বাড়তি টাকায় তাঁবুতে অবস্থান করছেন।

এদিকে খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফের (প্রসীত) নেতা সৌরভ চাকমা মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধের ডাক দিয়েছে। তবে এ সব উপেক্ষা করে হাজারো পর্যটক ছুটছেন সাজেকে। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও শুক্র-শনিবার সরকারি ছুটির কারণে সাজেকে পর্যটকদের এই ভিড় তৈরি হয়েছে।

সাজেক অঞ্চলের সেনাবাহিনীর বাঘাইহাট সিক্স বেঙ্গল জোন কমান্ডার লে. কর্নেল মুনতাসীর রহমান চৌধুরী বলেন, ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা নিয়মিত টহলের পাশাপাশি দুইবার স্কট দিয়ে থাকি।’

সাজেক বাঘাইহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল বলেন, ‘টানা ছুটিতে বুধবার থেকে তিন দিন সাজেকের ১১০টি রিসোর্ট ও কটেজ সম্পূর্ণ বুকিং হয়ে গেছে। এখন আর নতুন করে কাউকে রুম দিতে পারছি না।’

সাজেকের রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন, ‘সাজেকে বর্তমানে ধারণ ক্ষমতার ৫ গুণ পর্যটক অবস্থান করছে। আমরা তাদের কক্ষ দিতে পারছি না, তাই অনেক পর্যটক ফিরে গেছেন।’

স্থানীয়রা বলছেন, সাজেকে জোর নিরাপত্তা ব্যবস্থা, মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের কারণে সাজেক পর্যটকদের পছন্দের শীর্ষে রয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে ২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত কংলাক পাহাড়, ঐতিহ্যবাহী লুসাই ভিলেজ ও পাহাড়ের ভাঁজে ভাঁজে সাদা মেঘের মিতালি দেখতে পর্যটকেরা আসেন।

ঢাকা থেকে আগত পর্যটক তানিয়া মিথুন বলেন, ‘আমরা তিন মাস আগে রুম বুকিং দিয়েছি। তাই আমরা খুব ভালো উপভোগ করছি।’ ইমতিয়াজ মাহমুদ নামে এক পর্যটক বলেন, ‘সাজেকে দেশের অন্য সব পর্যটন স্পষ্টের চেয়ে গাড়ি ভাড়া, রিসোর্ট বুকিং, খাবার খরচ অনেক বেশি।’

বাঘাইছড়ি থানার সার্কেল (পুলিশ সুপার) আবদুল আওয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘সাজেকে পর্যটকদের নিরাপত্তায় পুলিশের বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ