হোম > ছাপা সংস্করণ

ওয়াদা পালনের গুরুত্ব

ড. এ এন এম মাসউদুর রহমান

সমাজবদ্ধভাবে বাস করতে গিয়ে মানুষ একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে ওয়াদা করে। চাই তা লেনদেনের ক্ষেত্রে হোক আর কাজের ক্ষেত্রে হোক। যখন কোনো ওয়াদা করা হয়, তখন তা মুমিন ব্যক্তির জন্য পালন করা আবশ্যক হয়ে যায়। কারণ মুমিনের জীবনে ওয়াদা পালন করার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, তোমরা ওয়াদাসমূহ পূরণ করো।’ (সুরা মায়িদা: ১)

এমনকি আখিরাতে অপূরণ ওয়াদা সম্পর্কে ব্যক্তি জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা বলেন, ‘ওয়াদা পূরণ করো, নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।’ (সুরা ইসরা: ৩৪) অপর দিকে যারা ওয়াদা পালন করে, তারাই খোদাভীরু। আল্লাহ তাআলা বলেন, ‘যারা ওয়াদা করে তা পূরণ করেছে, তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি।’ (সুরা বাকারা: ১৭৭)

বাস্তবেই যারা ওয়াদা পালন করে না, তারা সমাজে হেয় ও তুচ্ছ হয় এবং সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হয়। কারণ এটিও ঋণ সমতুল্য। মহানবী (সা.) বলেন, ‘মুমিনের ওয়াদা ঋণ সমতুল্য।’ তিনি আরও বলেন, ‘যে আমানত রক্ষা করে না, তার ইমান নেই এবং যে অঙ্গীকার পালন করে না, তার দীন নেই।’ (ইবন হিব্বান) অন্য বর্ণনায় ওয়াদা ভঙ্গকারীকে মুনাফিকের সঙ্গে তুলনা করা হয়েছে। মহানবী (সা.) বলেন, ‘মুনাফিকের চিহ্ন তিনটি। তা হলো কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খিয়ানত করে।’ (বুখারি)

ওয়াদা পালন না করা ব্যক্তিদের ধমক দিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা যা করো না, তা বলো কেন? তোমরা যা করো না, তা বলা আল্লাহর কাছে বড়ই ক্রোধের বিষয়।’ (সুরা সফ: ২-৩)

লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ