চৌদ্দগ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন চেয়ারম্যানসহ ১১ প্রার্থীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে কনকাপৈত ইউপিতে এ জরিমানা করা হয়।
এর মধ্যে ওই ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবালকে ৭ হাজার টাকা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেন ও মো. ইকবাল হোসেনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মজিবুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী ভূঁইয়া, মোহাম্মদ হোসেন ভুট্টু, মো. এয়াছিন ভূঁইয়া, রফিকুল ইসলাম, আলী হোসেন, সংরক্ষিত মাসুদা আক্তার মিনাকে ৫ হাজার ও পেয়ারা বেগমকে ৩ হাজার টাকাসহ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।