ধরো তুমি বসে আছো। তোমার সামনে মিষ্টি হাসি নিয়ে হাজির হলো গাজর, আপেল কিংবা আঙুর। তাহলে কেমন হবে? বিষয়টা খুব মজা লাগবে নিশ্চয়। এভাবে ফুলকপি, বেগুন, নারকেল, কলা, স্ট্রবেরি, মিষ্টিকুমড়া, তরমুজ ইত্যাদি তোমাকে একের পর এক অনেক কিছু শিখিয়ে যাবে। আর এ সবকিছুই হবে অ্যাপের মাধ্যমে। অ্যাপটির নাম ‘ফানি ফুড ১২৩: কিডস নম্বর গেমস ফর টডলারস’।
এই অ্যাপে তুমি খেলবে। মজার মজার খেলা খেলতে খেলতেই তোমার অনেক কিছু শেখা ও জানা হয়ে যাবে। গণনা করা, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বিভিন্ন ফল ও সবজির নামসহ বিভিন্ন কিছু জানতে পারবে। সংখ্যা গুনতে শেখার সঙ্গে সঙ্গে কীভাবে তা লিখতে হবে তাও জানতে পারবে। এসব শিখবে অ্যানিমেশনের মাধ্যমে। এখানে তোমাকে বেলুন ফাটাতে হবে, গাছে পানি দিতে হবে, কেক ডেকোরেশন করতে হবে, কেকের ওপর মোম জ্বালাতে হবে, কুকিজ বানিয়ে ছোট্ট প্রাণীদের সঙ্গে শেয়ার করতে হবে। এমনকি ফল ও সবজিকে রোলার কোস্টারে চড়াতে হবে।
এসব খেলার মাধ্যমে কোনো কিছুতে মনোযোগ দেওয়ার ক্ষমতা বাড়বে। বাড়বে গণিতের দক্ষতা। ‘ফানি ফুড ১২৩: কিডস নম্বর গেমস ফর টডলারস’ অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবে।