ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আবু বক্কর সিদ্দিক (২৩) নামে এক ছাত্রলীগ নেতা হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রোববার রাতে উপজেলার পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত আবু বক্কর পাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণ পাড়িয়া গ্রামের হকের ছেলে।
গতকাল মঙ্গলবার সকালে আহত ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে রাতে একা পেয়ে মারধর করে সন্ত্রাসীরা। শীতের পোশাক থাকায় শরীরে অস্ত্রের আঘাত লাগেনি। তবে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছি। ছাত্রলীগের উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন।’
বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না বলেন, ‘জড়িতদের শাস্তির আওতায় না আনা হলে কঠোর আন্দোলনে নামব।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান বলেন, ‘থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’