হোম > ছাপা সংস্করণ

বন্য হাতি হত্যার প্রতিবাদে মানববন্ধন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারা দেশে গত সাত দিনে ৫টি বন্য হাতি হত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মানববন্ধন করেছে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অব সুসং।

গতকাল সোমবার বেলা ১২টায় উপজেলা প্রেসক্লাব মোড়ে মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দা অ্যানিমেলস অফ সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল। এ সময় উপস্থিত ছিলেন সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, সেভ দা অ্যানিমেল অফ সুসংয়ের সদস্য রাজেশ গৌড় প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত সাত দিনে শেরপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে পাঁচটি বন্য প্রাণী হত্যা করা হয়েছে। এই হত্যার দায় কোন ভাবেই স্থানীয় প্রশাসন এড়াতে পারে না। বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ কিছু স্বার্থলোভী ও চোরাকারবারি ফাঁদ পেতে বন্যপ্রাণী হত্যা করছে। কিন্তু তাঁরা মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। শুধু তাই নয়, বন্যপ্রাণী হত্যা করে মাটির চাপা দিয়ে রাখা হচ্ছে। যাতে মানুষ না বুঝতে পারে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হাতি হত্যা সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ