হোম > ছাপা সংস্করণ

ভোট না দেওয়ায় কম্বল ফেরত নেওয়ার অভিযোগ

কালিহাতী প্রতিনিধি

কালিহাতীতে ভোট না দেওয়ায় অনুদানের কম্বল ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে এক পরাজিত সদস্য প্রার্থীর বিরুদ্ধে। সহদেবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩ নম্বর সংরক্ষিত আসনের সদস্য প্রার্থী রমেছা খানমের বিরুদ্ধে এ অভিযোগ করেন আকুয়া গ্রামের মকবুল হোসেন, অনু মিয়া, সংকু ও বংকু।

আকুয়া গ্রামের মকবুল হোসেন, অনু মিয়া, সংকু ও বংকু বলেন, রমেছা সদস্য থাকাকালে দুই বছর আগে শীতকালীন সময়ে পরিষদের অনুদানের একটি করে কম্বল দেন। আমরা বর্তমান বিজয়ী প্রার্থী জোসনা বেগমের প্রতিবেশী। আর এ কারণেই রমেছা খানম আমাদের কাছ থেকে অনুদানের দেওয়া সেই কম্বল ফেরত নিয়েছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এবার রমেছা কলম প্রতীকে ১ হাজার ৩৮৭ ভোট পান। ১ হাজার ৭১৪ ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন। হেলিকপ্টার প্রতীকে ৩ হাজার ১০১ ভোট পেয়ে বিজয়ী হন জোসনা বেগম। অপরদিকে বক প্রতীকে ১ হাজার ৩৬৬ ভোট পেয়ে তৃতীয় হন সৈয়দা পপি আক্তার।

কম্বল ফেরত নেওয়া সম্পর্কে মকবুল হোসেন বলেন, ‘দুই বছর আগে আমাদের চার ভাইকে চারটি কম্বল দিয়েছিলেন রমেছা খানম। পরে আমার পাশের বাড়ির জোসনা বেগম এ বছর নির্বাচন করলে আমরা তাঁর পক্ষে কাজ করি। জোসনার পক্ষে কাজ করার কারণে রমেছা খানম কম্বলগুলো নিয়ে গেছেন।’

রমেছা খানম এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দুই বছর আগের কম্বলগুলো কী ব্যবহার করার মতো আছে? এগুলো ফেরত নেওয়ার প্রশ্নই আসে না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ