দেশে নগরায়ণের সঙ্গে সঙ্গে গড়ে উঠছে বড় বড় অট্টালিকা। এতে ভরাট হচ্ছে জমি। আর জমি ভরাটের জন্য নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। একবার কোনো পাহাড় থেকে মাটি কাটা শুরু হলে সেটির আর রক্ষা নেই। তবে এবার পাহাড়কে মাটি ফিরিয়ে দেওয়ার ব্যতিক্রমী ঘটনা ঘটে চট্টগ্রামের বাঁশখালীতে।
উচ্চ আদালতের নির্দেশে উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরি পাহাড়ের কাটা পড়া স্থান মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে এই কার্যক্রম শুরু করা হয়।
২০১১ সালে ‘বাঁশখালীতে পাহাড় কেটে ৬ মাসে ২৬ হাজার ট্রাক মাটি বিক্রি’ শিরোনামে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে একটি রিট পিটিশন করে। রিটের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৪ জুলাই হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন ৩ দফা নির্দেশনা দেন। আদেশে আদালত পাহাড় যাতে কেউ না কাটে; তা তদারকি করা, যারা পাহাড় কেটেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং যারা পাহাড় কেটেছে, তাদের কাছ থেকে অর্থ নিয়ে মাটি ভরাট করে পাহাড় পূর্বাবস্থায় ফেরাতে নির্দেশ দেন।