মুলাদীতে পূর্বশত্রুতার জের ধরে এক নারীর বসত বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকেলে উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় রান্নাঘর ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।
দক্ষিণ গাছুয়া গ্রামের আলমগীর ভূঁইয়ার স্ত্রী ঝর্ণা বেগম জানান, জমি নিয়ে পার্শ্ববর্তী বাড়ির মিজান সিকদার, তাজিম মাতুব্বর ও তাঁর লোকজনের বিরোধ চলে আসছিল। জমি ভোগদখল করতে না পেরে ঝর্ণা বেগম চরগুদিঘাটা গ্রামের কালাই সরদারের ছেলে ওয়াহিদের কাছে তা বিক্রি করে দেন। কিছুদিন আগে ওই জমি ওয়াহিদ সরদারকে বুঝিয়ে দেন ঝর্ণা বেগম। এতে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হন।
ঝর্ণা বেগম আরও বলেন, মিজান সিকদার লাঠিসোঁটা নিয়ে ওয়াহিদ মাতুব্বরের বাড়িতে হামলা চালান। এ ঘটনায় ঝর্ণা বেগম বাদী হয়ে শুক্রবার রাতেই মুলাদী থানায় অভিযোগ দিয়েছেন।
ওয়াহিদ মাতুব্বর বলেন, ‘আমি ঝর্ণা বেগমের কাছ থেকে জমি কিনে ঘর নির্মাণ করেছি। জমির আগের মালিকের সঙ্গে কারও বিরোধ ছিল কি না তা আমার জানা নেই। শুক্রবার বিকেলে হামলা চালিয়ে আমার সদ্য নির্মিত রান্নাঘর ভেঙে ফেলা হয়েছে।’
এ ব্যাপারে মিজান সিকদার বলেন, ‘কারও বাড়িতে হামলা কিংবা ভাঙচুর করা হয়নি। ওয়াহিদ মাতুব্বর আমাদের জমিতে রান্নাঘর নির্মাণ করেছে।’
মুলাদী থানার ওসি মাকসুদুর রহমান জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।