হোম > ছাপা সংস্করণ

কানাডাতেই কাটছে সুবর্ণা মুস্তাফার জন্মদিন

আজ ২ ডিসেম্বর একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার জন্মদিন। জন্মদিনের বিশেষ সময়টুকু কানাডার টরন্টোতে কাটবে সুবর্ণা মুস্তাফার।

প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সিটি কর্তৃপক্ষের নিকট শহীদ মিনার হস্তান্তরবিষয়ক একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে কানাডায় গিয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। কিন্তু কোনো এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সেই অনুষ্ঠান বর্জন করেছেন তিনি। এখনো টরন্টোতেই আছেন তিনি। ৭ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

কানাডা থেকে নিজের ফেসবুক পেজে বিভিন্ন ছবি শেয়ার করেছেন সুবর্ণা মুস্তাফা। বরফঢাকা রাস্তায় পরিচিতজনদের সঙ্গে সুবর্ণা মুস্তাফাকে বেশ ফুরফুরে মনে হচ্ছে। গতকাল মুঠোফোনের মাধ্যমে তিনি জানিয়েছেন, ‘এবারের জন্মদিনে দেশে থাকা হলো না। টরন্টোতে আছি। এখানেই জন্মদিনের সময়টা কেটে যাবে। পরিবারকে খুব মিস করব। জানি, ঢাকায় থাকলে সময়টা আরও ভালো কাটত, অনেকের সঙ্গে দেখা হতো। হয়তো আরও বেশি উপভোগ্য হতো।’

কাজী জহিরের ‘নতুন বউ’ ছবিতে নামভূমিকায় অভিনয় করে পার্শ্বচরিত্রের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সুবর্ণা মুস্তাফা। কিন্তু সেই পুরস্কার তিনি গ্রহণ করেননি। পরে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

সুবর্ণা মুস্তাফা সর্বশেষ বদরুল আনাম সৌদের নির্দেশনায় বিটিভিতে প্রচারিত ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিকে অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ ছবি ‘গণ্ডি’ নির্মাণ করেছেন ফাখরুল আরেফীন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ