হোম > ছাপা সংস্করণ

অনুপস্থিত ১৪ পরীক্ষার্থীর মধ্যে ৮ জনের বিয়ে

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এর মধ্যে ৮ জনের বিয়ে হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁচটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার প্রথম দিনে ৬১৮ জনের মধ্যে ১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে রয়েছে এইচএসসির ৪ জন, আলিমের ৮ জন ও কারিগরির (বিএম) ২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

সুবর্ণচর উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলায় এইচএসসিতে ১ হাজার ৮১০ জন, আলিমে ২০২ জন ও বিএমে ২৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। প্রথম দিনে ৬১৮ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে চরজব্বার ডিগ্রি কলেজ কেন্দ্রে ও সৈকত সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান শাখায় ২৫৭ জন ও পূর্বচরবাটা হাবিবীয়া স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে বিএম শাখায় ১৫৯ জন রয়েছে। এ ছাড়া চরজুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসায় ২০২ জন শিক্ষার্থী রয়েছে।

অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে জানতে চাইলে রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান বলেন, মাদ্রাসার অনুপস্থিত শিক্ষার্থীর আটজনই বিবাহিত। দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় অভিভাবকেরা তাঁদের মেয়েদের বিয়ে দিয়েছেন। অভিভাবক ও ছাত্রীদের অনাগ্রহের কারণে তাঁরা পরীক্ষায় অংশ নিচ্ছেন না।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন, প্রতিটি কেন্দ্রই পরিদর্শন করা হয়েছে। এ সময় কোনো ধরনের অসংগতি দেখা যায়নি।

সুবর্ণচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম বলেন, সুবর্ণচরের সবগুলো কেন্দ্রে করোনার কারণে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে। এ বছর সংক্ষিপ্ত ও পুনর্বিন্যস্ত সিলেবাসের অধীনে শুধুমাত্র গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ