হোম > ছাপা সংস্করণ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে চলন্ত বাসের পেছনের চারটি চাকা খুলে গেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ৩০ জন যাত্রী। গত রোববার দুপুরে সৈয়দপুর-রংপুর মহাসড়কের মৎস্য গবেষণা কেন্দ্রের সামনে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, আন্তজেলা পরিবহন ভাইভাই বাস সার্ভিস নীলফামারী রামগঞ্জ থেকে সৈয়দপুর হয়ে ৩০ জন যাত্রী নিয়ে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রা করে কামারপুকুর মৎস্য গবেষণা কেন্দ্রের সামনে এলে পেছনের চারটি চাকা খুলে যায়। চালক বাসটি নিয়ন্ত্রণে আনায় এতে কেউ হতাহত হননি।

চালক রফিকুল ইসলাম জানান, ‘বাসটি যখন মৎস্য গবেষণা কেন্দ্রের সামনে তখন কিছু বুঝে ওঠারআগেই বাসটি বন্ধ হয়ে যায়।

তখন দেখি বাসটির পেছনের অংশ রাস্তায় বসে গেছে আর চাকাগুলো রাস্তায় পড়ে আছে। এতে গাড়ি বন্ধ হয়ে যায়। পরে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। আল্লাহর রহমতে যাত্রীদের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি।’

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খাঁন বলেন, ঘটনাটি জানার পরহাইওয়ে পুলিশের পাশাপাশি আমরাও সেখানে ছুটে গিয়েছি। যাত্রীদের কোনো প্রকার ক্ষতি হয়নি।

পরে সব যাত্রী নিরাপদে গাড়ি থেকে বেরিয়ে আসেন। এছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ