তিনটি গল্পে ‘জীবন জুয়া’ নামের অ্যান্থোলজি ফিল্ম নির্মাণ করছেন আবুল খায়ের চাঁদ। যার একটি গল্পে জুটি বেঁধে অভিনয় করছেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি। রুপালি পর্দায় প্রথম দেখা যাবে এ জুটিকে। নির্মাতা জানান, আদর-ববি যে গল্পে কাজ করছেন, সে অংশের নাম ‘খোয়াব’। এতে সিনেমার নায়িকার চরিত্রে দেখা যাবে ববিকে। আদর আজাদ অভিনয় করবেন নায়িকার মেকআপম্যানের সহকারীর চরিত্রে। এর আগে ‘ময়ূরাক্ষী’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ববি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।
খোয়াব নিয়ে ববি বলেন, ‘প্রথমবার আদর আজাদের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম। নতুনদের মধ্যে সে অনেক সম্ভাবনাময়। সিনেমার গল্পটাও ভালো লাগার মতো।’
পরিচালক আবুল খায়ের চাঁদ বলেন, ‘তিনটি গল্পে নির্মাণ হচ্ছে এ সিনেমা। এর মূল নাম জীবন জুয়া। অন্য দুটি পর্ব নিয়ে বিস্তারিত জানাব কদিন পরে। খোয়াব পর্বে আদর-ববি অভিনয় করছেন। তাঁরা খুব ভালো কাজ করছেন। দর্শক নতুন একটি জুটি পেতে যাচ্ছে।’
গত বুধবার থেকে এফডিসিতে শুরু হয়েছে খোয়াবের শুটিং। আগামী অক্টোবরে সিনেমাটি মুক্তি পেতে পারে।