লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৭ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ হবে আগামী বছরের ৫ জানুয়ারি। গতকাল শনিবার নির্বাচন কমিশন পঞ্চম ধাপে এই উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ৭ ইউপির মধ্যে ২ টিতে ইভিএমে ভোট নেওয়া হবে।
৭টি ইউনিয়ন পরিষদ হলো-শ্রীরামপুর, পাটগ্রাম, জগতবেড়, কুচলিবাড়ি, জোংড়া, দহগ্রাম ও বুড়িমারী। এর মধ্যে শ্রীরামপুর ও দহগ্রাম ইউপিতে ভোটগ্রহণ করা হবে ইভিএমে।
পাটগ্রাম উপজেলার ৭ ইউনিয়নে ৩২ জন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরাই দিন-রাত মাঠ চষে বেড়াচ্ছেন। জাতীয় পার্টির প্রার্থীরা ফেস্টুন, ব্যানার টাঙালেও মাঠে বের হচ্ছেন কম। বিএনপি প্রার্থীরা রয়েছেন নিশ্চুপ। ইউনিয়নের বিভিন্ন গ্রাম এলাকায় গিয়ে লোকজনদের সঙ্গে কুশল বিনিময় করছেন তাঁরা (বিএনপির প্রার্থীরা)।
৭ ইউনিয়নের প্রতিটিতে আওয়ামী লীগের ৩ জন করে প্রার্থীকে জনসাধারণের মাঝে প্রার্থিতা ঘোষণা দিয়ে প্রচারণা চালাতে দেখা গেছে। ৭ ইউপিতে আওয়ামী লীগের ২১ জন সম্ভাব্য প্রার্থী। ১২ প্রার্থী বিএনপির ও জাতীয় পার্টির ৩ জন রয়েছেন।
গতকাল ৫ম ধাপে জেলার পাটগ্রাম উপজেলার ৭ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৭ ডিসেম্বর। যাচাই-বাছাই ৯ ডিসেম্বর, প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ আগামী ৫ জানুয়ারি।