আগামী ডিসেম্বরে আরও ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি শিক্ষকদের পাঠদানে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) স্নেহাশীষ দাশের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ইফতেখার হোসেন, উপজেলা চেয়ারম্যান হাজি মহিউদ্দিন আহমেদ প্রমুখ।