হোম > ছাপা সংস্করণ

পুলিশের ওপর শিয়ালের আক্রমণ

প্রতিনিধি, সাভার

সাভারে শিয়ালের আক্রমণে আল ইমরান (২৭) নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার রেডিও কলোনি এলাকা সংলগ্ন পুলিশ ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ সদস্য আল ইমরান ওই ক্যাম্পে কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পায়ে আক্রমণের চিহ্ন রয়েছে। আহত পুলিশ সদস্যকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ কনস্টেবল আল ইমরান বলেন, তিনি বুধবার সন্ধ্যায় ক্যাম্পের পাশেই মোবাইলে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে একদল শিয়াল কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁকে আক্রমণ করে। শিয়ালের আক্রমণে তার পায়ে ক্ষতের সৃষ্টি হয়। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁর সহকর্মীরা। সেখান থেকে চিকিৎসা নিয়ে তিনি ক্যাম্পে ফিরেছেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা কামরুন্নাহার বলেন, ওই পুলিশ সদস্যকে বুধবার রাত ৯টা ৪০ মিনিটে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ক্যাম্পে ফিরে গেছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ