রাজবাড়ীর পাংশায় মসজিদ থেকে নৌকার মনোনীত প্রার্থীর মিলাদ মাহফিলের জিলাপি ফেরত পাঠিয়েছে এলাকাবাসী। গতকাল শুক্রবার উপজেলার মৌরাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাজিয়ালপাড়া জামে মসজিদে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দোয়া মাহফিলের জন্য মসজিদে পাঁচ কেজি জিলাপি পাঠায় বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আলহাজ্ব মো. হাবিবুর রহমান প্রামাণিক।
ওই এলাকার তোফাজ্জল হোসেন বলেন, গত নির্বাচনে জয়ী হওয়ার পর ওই চেয়ারম্যান তাঁদের এলাকায় আসেননি। এবারও তিনি মনোনয়ন পেয়েছেন। চেয়ারম্যান নিজে না এসে অন্যদের মাধ্যমে জিলাপি পাঠিয়েছেন। এ কারণে তাঁরা জিলাপি ফেরত পাঠিয়েছেন।
আহমদ আলী বিশ্বাস বলেন, গত নির্বাচনে মনোনয়ন পেয়ে তাঁদের গ্রামের কাঁচা সড়ক পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জয়ী হওয়ার পর এই গ্রামে আর আসেননি তিনি।
মসজিদের ইমাম মো. জাহিদ হাসান বলেন, গত নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়ে না রাখায় এলাকাবাসী জিলাপি ফেরত পাঠিয়েছে বলে জানতে পেরেছেন তিনি।
মৌরাট ইউপি চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আলহাজ্ব মো. হাবিবুর রহমান প্রামাণিক বলেন, নির্বাচনকে সামনে রেখে তাঁর কর্মীরা মসজিদে দোয়া মাহফিলের জন্য জিলাপি পাঠাতে পারে। তবে জিলাপি ফেরত পাঠানোর বিষয়ে তিনি কিছু জানেন না।