হোম > ছাপা সংস্করণ

দেশ অচলের হুমকি বিএনপির

রংপুর প্রতিনিধি

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে নিয়ে সুচিকিৎসা দেওয়া না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে দেশ অচল করার হুমকি দিয়েছেন রংপুর জেলা বিএনপির নেতারা।

খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসা নিশ্চিতের দাবিতে গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া শেষে গণমাধ্যমে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি নেতারা।

নেতারা বলেন, খালেদা জিয়ার প্রতি সরকার অবিচার করছে। মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় তাঁকে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার কিছু হলে দেশে বিপর্যয় নেমে আসবে। এমন কিছু ঘটলে কঠোর কর্মসূচির মাধ্যমে দেশকে অচল করে দেওয়া হবে।

এর আগে জেলা প্রশাসক আসিব আহসানের কাছে দাবি আদায়ে স্মারকলিপি দেয় রংপুর জেলা বিএনপি। স্মারকলিপিতে অবিলম্বে মানবিক বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়টি সরকারকে গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানানো হয়।

রংপুর জেলা বিএনপির সহসভাপতি আফতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. রইচআহমেদ স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, খালেদা জিয়াকে অতি দ্রুত বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা জরুরি। অবহেলার কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় সরকার এড়াতে পারবে না। সরকার নিজেদের সীমাহীন ব্যর্থতা আড়াল করার জন্য দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতেই সংকটাপন্ন খালেদা জিয়ার প্রতি মনুষ্যত্বহীন আচরণ করছে। এই মুহূর্তে মানবিক বিবেচনায় তাঁর মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা জনগণের দাবিতে পরিণত হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ